আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখাটা বুঝি পেয়েই যাবেন সাইফ হাসান—দারুণ ছন্দ, মারমুখী মেজাজ আর সময়ের দাবি মিটিয়ে খেলা তার ইনিংস দেখে এমনই প্রত্যাশা জেগেছিল! তবে সেই স্বপ্ন পূরণ হলো না।
দুর্দান্ত ইনিংসের অপমৃত্যু ঘটল সেঞ্চুরি থেকে মাত্র ২০ রান দূরে। রস্টন চেজের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়ে ৭২ বলে ৮০ রানের ইনিংসের সমাপ্তি টানলেন এই ওপেনার।
আজকের ম্যাচে সাইফ হাসান শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক। আগের ম্যাচের নায়ক আকিল হোসেইনের প্রথম ওভারেই দুটি বাউন্ডারি আদায় করে বার্তা দিয়েছিলেন নিজের মনোভাবের।
এরপর যেন তাকে আর থামানো যায়নি। উইকেটে শুরু থেকেই টার্ন থাকলেও তার সাবলীল ব্যাটিংয়ে তা বোঝার উপায় ছিল না। মাত্র ৪৪ বলেই তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি।
যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল কোচ ফিল সিমন্সের প্রত্যাশা পূরণ করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েই ছাড়বেন।
তবে বল একটু পুরোনো হতে তা খানিকটা ধীরে আসতে শুরু করলে সাইফ সেই গতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। আর সেটাই কাল হলো তার জন্য।
রস্টন চেজের একটি ডেলিভারিতে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন সাইফ। কিন্তু জাস্টিন গ্রিভসের হাতে সীমানার কাছে ধরা পড়তে হয় তাকে। তার ৭২ বলে সাজানো ৮০ রানের ইনিংসটিতে ছিল ১১টি চার ও ১টি ছক্কার মার।