ভেজা মাঠের কারণে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা বন্ধ রয়েছে। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচের সপ্তম মিনিটেই একমাত্র গোলটি করেন শান্তি মার্দি।
মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ৪৫ মিনিট পেরিয়ে গেলেও রেফারি খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিতে পারেননি। এতে ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সাফের বাইলজ অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রেফারি প্রাথমিকভাবে ৩০ মিনিটের জন্য খেলা স্থগিত রাখতে পারেন। পরিস্থিতির উন্নতি না হলে তিনি আরও ৩০ মিনিট খেলা বন্ধ রাখার অনুমতি পাবেন।
এই নির্ধারিত সময়ের মধ্যে যদি খেলা শুরু করা সম্ভব না হয় তবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।
ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলে সাফকে দুই ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ বিজয়ী হবে নাকি ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে।
সাফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকবে না।