সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ মানেই যেন নাটকীয়তা আর ব্যতিক্রমী মুহূর্তে ভরা। এবার ফাইনাল নয়, লিগপর্বেই ঘটল এক বিরল ঘটনা—একই ম্যাচ গড়াল দুটি আলাদা মাঠে। এমন ঘটনার সাক্ষী থাকলেন বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকরা।
ম্যাচটি শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। তিন ঘণ্টার দীর্ঘ বিরতির পর বাকি খেলা স্থানান্তরিত হয় পাশের কিংস ট্রেনিং গ্রাউন্ডে।
প্রথমার্ধে শান্তি মারদির গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। মাঠ পরিবর্তনের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে সমতায় ফেরে ভুটান। শুরুতে কিছুটা চাপে পড়লেও, দ্রুত ঘুরে দাঁড়ায় পিটার বাটলারের দল।
শান্তি মারদি আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন, আর বদলি হিসেবে নামা মুনকি আক্তার করেন চমৎকার এক গোল। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
এই জয়ের মাধ্যমে শ্রীলংকা, নেপাল ও ভুটান—তিন দলকেই হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।