ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে তাদের প্রথম সাইনিং নিশ্চিত করেছে। ইতালিয়ান তরুণ গোলরক্ষক রেনাতো মারিনকে ৫ বছরের জন্য দলে ভিড়িয়েছে ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পিএসজি জানায়, ১৯ বছর বয়সি মারিন ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে সম্মত হয়েছেন। এএস রোমার সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিনা ট্রান্সফার ফিতে ফরাসি জায়ান্টদের সঙ্গে যোগ দিচ্ছেন এই গোলরক্ষক।
ব্রাজিলে জন্ম নেওয়া রেনাতো মারিন ইতালির নাগরিক এবং জাতীয় দল ঘিরেও তাকে নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
পিএসজিতে যোগ দিয়ে তিনি আরও তিন গোলরক্ষকের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন—জানলুইজি দোনারুম্মা, মাতভেই সাফোনভ এবং আর্নাউ তেনাস।
পিএসজির প্রধান গোলরক্ষক দোনারুম্মার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর। ফলে ভবিষ্যতের জন্য মারিনকে একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবেই দেখছে ক্লাবটি।
পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, রেনাতো মারিনের মতো প্রতিভাবান তরুণ গোলরক্ষককে দলে নিতে পেরে আমরা আনন্দিত। সে আমাদের স্কোয়াডের গতি বাড়াবে এবং ভবিষ্যতের জন্য বড় শক্তি হয়ে উঠবে।
নতুন দল নিয়ে রেনাতো মারিন বলেন, পিএসজির মতো একটি ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দেওয়া আমার জন্য দারুণ গর্বের। আমি এখানে নিজেকে প্রমাণ করতে এবং শিরোপা জয়ে অবদান রাখতে প্রস্তুত।
আপনার মতামত লিখুন :