ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আজ যেভাবে দেখবেন নারী ইউরো ফাইনালের খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:১৩ পিএম
ইংল্যান্ড ও স্পেন নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

ইউরো ২০২৫ নারী ফুটবল ফাইনাল এবার এক রোমাঞ্চকর দ্বৈরথে রূপ নিচ্ছে, যেখানে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ইংল্যান্ড, আর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন খুঁজবে তাদের প্রথম ইউরো শিরোপা।

ইউরোপের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি—তা জানতে আর অপেক্ষা বেশি নয়।

ফাইনাল কবে ও কোথায়?

আজ রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এ ফাইনাল ম্যাচ।

ইংল্যান্ড বনাম স্পেনের খেলাটি সুইজারল্যান্ডের বাসেল শহরের সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

খেলাটি কীভাবে দেখবেন?

বাংলাদেশসহ বিশ্বজুড়ে কয়েকটি জনপ্রিয় স্পোর্টস চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

ইউরো স্পোর্টস / সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং: UEFA.tv / SonyLIV অ্যাপ

এদিকে সেমিফাইনালে স্পেনের জার্মানিকে হারানোর পর ইউরো ২০২৫-এর মোট দর্শকসংখ্যা দাঁড়ায় ৬,২৩,০৮৮।

আগের রেকর্ড ছিল ইউরো ২০২২ ইংল্যান্ড আসর। যেখানে ৫,৭৪,৮৭৫ জন দর্শক মাঠে এসেছিলেন।