লিগস কাপে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তির মুখে পড়েছে ইন্টার মিয়ামি। বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়ার অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে, ক্লাবটিকেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের আর্থিক জরিমানা।
ঘটনাটি ঘটে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে। আটলাসের সঙ্গে ইন্টার মিয়ামির ম্যাচ শেষ হওয়ার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হঠাৎই মাঠের ভেতরে ঢুকে পড়েন ইয়াসিন চুকো। লিগস কাপের নিয়মানুসারে, অনুমতি ছাড়া কোনো টেকনিক্যাল এলাকায় প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ।
চুকোর এই আচরণকে নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে। শৃঙ্খলা কমিটির এক বিবৃতিতে জানানো হয়, তদন্তের পর চুকোকে টুর্নামেন্টের সব টেকনিক্যাল এলাকা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মিয়ামিকে জরিমানা করা হয়েছে।
এ প্রসঙ্গে আটলাস ডিফেন্ডার মাতেউস ডোরিয়া বলেন, মেসির নিরাপত্তার জন্য দেহরক্ষী থাকা স্বাভাবিক, কিন্তু খেলোয়াড়দের মধ্যকার বিষয়ে মাঠে প্রবেশ করার অধিকার তার নেই।
এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা বোর্ড এবং লিগস কাপ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, এর আগেও মেজর লিগ সকারের ম্যাচে ইয়াসিন চুকোর সাইডলাইনে থাকার ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে তিনি ইন্টার মিয়ামির নিরাপত্তা দলের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।
আপনার মতামত লিখুন :