বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:২৭ এএম

কোচবিহীন বসুন্ধরা কিংস হারাল সিরিয়ার ক্লাবকে

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:২৭ এএম

বসুন্ধরা কিংস। ছবি- সংগৃহীত

বসুন্ধরা কিংস। ছবি- সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এদিকে নানা সংকট নিয়ে মৌসুম শুরু করেছিল কিংস। বিলম্বে অনুশীলন শুরু হয়, ব্রাজিলিয়ান কোচ সার্জিওর সঙ্গে চুক্তি হলেও তিনি যোগ না দিয়ে ইরাকি ক্লাবে চলে যান। ফলে সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন এবং তার অধীনে কিংস সিরিয়ার বাধা অতিক্রম করে।

মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। খেলার ৬ মিনিটেই কর্নার থেকে তৈরি জটলায় অধিনায়ক তপু বর্মণ বল বাড়ান সানডের কাছে, যিনি ফাঁকা জায়গা থেকে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কিংসকে সমর্থন দিতে কাতারে প্রবাসী বাংলাদেশিরা গ্যালারি ভরিয়ে তোলেন। তীব্র গরমে ম্যাচের দুই অর্ধেই রেফারি কুলিং ব্রেক দেন।

মোহামেডান থেকে কিংসে আসা সানডে গোলের নায়ক হলেও জয়ের পেছনে বড় অবদান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। দুই অর্ধে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আল-কারামাহর ধারাবাহিক আক্রমণ প্রতিহত করে দলকে জয়ের পথে রাখেন।

সান্ডারল্যান্ড থেকে আসা প্রবাসী ফুটবলার কিউবা মিচেল দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এবং দ্রুত খেলার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করেন। একটি দারুণ কর্নার কিকও নেন তিনি।

২৫ অক্টোবর শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব। ড্রয়ের মাধ্যমে কিংসের গ্রুপ ও প্রতিপক্ষ নির্ধারণ হবে। গত মৌসুমে সরাসরি মূল পর্বে খেললেও এবার প্লে-অফ জয়ের মাধ্যমে জায়গা করে নিতে হয়েছে দলটিকে।

Shera Lather
Link copied!