শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০১:২২ পিএম

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০১:২২ পিএম

ম্যাচ শেষে লিভারপুলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত

ম্যাচ শেষে লিভারপুলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত

নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হলো আবেগ আর শ্রদ্ধার মধ্য দিয়ে। অ্যানফিল্ডে শুক্রবার রাতে লিভারপুল ও বোর্নমাউথের ম্যাচ দিয়ে ২০২৫-২৬ মৌসুমের যাত্রা শুরু হয়।

এই ম্যাচে লিভারপুল তাদের প্রয়াত ফরোয়ার্ড ডিয়েগো জোতাকে স্মরণ করে। এক মাস আগে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। ম্যাচের আগে ও পরে নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।

জোতাকে শ্রদ্ধায় অ্যানফিল্ডের রাত

ম্যাচের শুরুতেই লিভারপুল জোতার স্মৃতিতে আবেগঘন পরিবেশ তৈরি করে। ম্যাচের আগে পুরো স্টেডিয়াম জুড়ে তার জন্য শ্রদ্ধা জানানো হয় এবং খেলোয়াড়রা তাদের গোল উদযাপনের সময়ও জোতার প্রতি সম্মান প্রদর্শন করেন।

ম্যাচ শেষেও মোহামেদ সালাহকে জোতাকে স্মরণ করে কাঁদতে দেখা যায়, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে গভীর দাগ কাটে।

বর্ণবাদের জবাব গোলেই

ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বোর্নমাউথ ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেন কিছু দর্শক। সেমেনিও বিষয়টি রেফারিকে জানালে খেলা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দুই দলের অধিনায়ক এবং কোচদের সঙ্গে আলোচনার পর খেলা আবার শুরু হয়। এই ঘটনার জবাব সেমেনিও গোল করে দেন।

ম্যাচের ৬৪ ও ৭৬ মিনিটে দুটি গোল করে তিনি বোর্নমাউথকে সমতায় ফেরান এবং তার প্রতি করা বর্ণবাদী আচরণের উপযুক্ত জবাব দেন।

এদিন ম্যাচটি শুরু থেকেই ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণের এক দারুণ লড়াই। ৩৭ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যারিস্টারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন অভিষিক্ত ফরাসি ফরোয়ার্ড একিতিকে।

যিনি প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বাড়ে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন। তার গোলে লিভারপুল ২-০ তে এগিয়ে যায়।

তবে বোর্নমাউথ সহজে হাল ছাড়েনি। অ্যান্তোইন সেমেনিও পরপর দুটি গোল করে ম্যাচে ২-২ সমতা ফিরিয়ে আনেন।

ম্যাচের শেষদিকে লিভারপুল আবার নিজেদের আধিপত্য ফিরে পায়। ৮২ মিনিটে বদলি হিসেবে নামা কিয়েসা ৮৮ মিনিটে একটি ভলিতে গোল করে লিভারপুলকে ৩-২ গোলে এগিয়ে দেন।

খেলার যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মোহামেদ সালাহ শেষ পেরেকটি ঠুকে দেন। এই গোলের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় অ্যান্ড্রু কোলের পাশে বসলেন, দুজনেরই গোল সংখ্যা ১৮৭।

রূপালী বাংলাদেশ

Link copied!