শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:৪৭ পিএম

গ্যালাক্সির বিপক্ষে দলে ফিরছেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:৪৭ পিএম

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইন্টার মিয়ামি সমর্থকদের জন্য বড় সুখবর নিয়ে এলেন প্রধান কোচ হাভিয়ার মাশচেরানো। তিনি নিশ্চিত করেছেন, আঘাত কাটিয়ে আবারও মাঠে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি।

শনিবার (১৬ আগস্ট) রাতে চেজ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।

গত ২ আগস্ট লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান মেসি। প্রথমার্ধেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। এরপর থেকে দলের বাইরে ছিলেন তিনি।

প্রায় দুই সপ্তাহের পুনর্বাসন শেষে ১৩ আগস্ট থেকে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেন এই বিশ্বকাপজয়ী তারকা।

মাশচেরানো বলেন, লিও ঠিক আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছে। আজকের অনুশীলনের পর যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাহলে কালকের ম্যাচে তাকে দলে দেখা যাবে।

তবে শুধু মেসি নয়, আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলও থাকছেন ইন্টার মায়ামির দলে। ভিসাজনিত কারণে কয়েকটি অনুশীলন মিস করলেও গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে স্কোয়াডে রয়েছেন তিনি।

এর মধ্যে মিয়ামি কিছুটা খেলোয়াড় সংকটে পড়েছে। তরুণ মিডফিল্ডার ফেদেরিকো রেদন্দো চলে গেছেন লা লিগার দল এলচেতে। অন্যদিকে গোলকিপার ড্রেক ক্যালেন্ডারকে শিগগিরই শার্লট এফসিতে ট্রান্সফার করা হবে বলে নিশ্চিত করেছে ইএসপিএন।

তবুও মাশচেরানো আশাবাদী, দলে হয়তো কিছু পজিশনে ঘাটতি আছে, কিন্তু আমি মনে করি আমরা ভারসাম্যপূর্ণ অবস্থায় আছি। ট্রান্সফার মার্কেটে এখনও এক সপ্তাহের মতো সময় বাকি। প্রয়োজনে নতুন খেলোয়াড় আনার চেষ্টা করা হবে।

এদিকে ডিফেন্স ও আক্রমণভাগ শক্তিশালী করতে খেলোয়াড় খোঁজার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের আর্জেন্টাইন ডিফেন্ডার গনজালো পিওভির নামও গুঞ্জনে ভাসছে।

তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ মাশচেরানো, আমি আমাদের স্কোয়াডে নেই এমন খেলোয়াড় নিয়ে কথা বলতে চাই না। এতে অন্য ক্লাব ও খেলোয়াড়দের প্রতি অসম্মান হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!