ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুলের ৪-২ গোলের জয়টা ছিল এক অন্যরকম আবেগ আর শ্রদ্ধার গল্প। পুরো ম্যাচ জুড়েই ছিল প্রয়াত দিয়েগো জোতার উপস্থিতি।
এমনকি ম্যাচের মোড় ঘোরানো মুহূর্তে লিভারপুলের কোচ আর্নে স্লটও তার প্রিয় এই খেলোয়াড়কেই খুঁজছিলেন।
ম্যাচের এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও বোর্নমাউথের কাছে ২-২ গোলে সমতায় আটকে যায় লিভারপুল। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বভাবতই স্লটের মনে পড়েছিল জোতার কথা।
কেননা, নিজের ক্যারিয়ারে অসংখ্যবার শেষ মুহূর্তের গোলে ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছিলেন এই পর্তুগিজ তারকা।
ম্যাচ শেষে স্লট বলেন, সাধারণত যখন স্কোর ২-২ হয়, সবাই জানে আমি কোন খেলোয়াড়ের দিকে তাকাই। আমি চাইতাম জোতাকে নামাতে, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে তা সম্ভব হয়নি।
তবে ভক্ত আর খেলোয়াড়েরা আমাদের জন্য খেলেছে, ঠিক যেভাবে জোতা আমাদের জন্য খেলত।
সত্যিই, পুরো ম্যাচ জুড়ে জোতার অভাব অনুভূত হয়েছে। কিন্তু অ্যানফিল্ডের খেলোয়াড় এবং দর্শকরা যেন জোতার প্রেরণাতেই খেলেছেন।
৮৮তম মিনিটে ফেদেরিকো কিয়েসার দুর্দান্ত গোলে লিভারপুল আবার এগিয়ে যায়, এবং সেই গোলটি তিনি উৎসর্গ করেন জোতাকে।
কিয়েসা বলেন, এই গোলের মুহূর্তটা আমার জন্য দারুণ ছিল। কিন্তু আমার ভাবনা জুড়ে ছিল জোতা। আমি মনে করি, এটা তার দিনই ছিল।
এদিন ম্যাচের আগে, চলাকালে, এবং শেষেও বারবার জোতাকে স্মরণ করা হয়েছে। মোহাম্মদ সালাহ গোল করে জোতার মতো উদ্যাপন করেন এবং ম্যাচের শেষে কাঁদতে কাঁদতে তালি দিয়ে তাঁকে স্মরণ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন