লিওনেল মেসি ফুটবলের এক কিংবদন্তি, তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেক অধ্যায় শেষ করতে চলেছেন। আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে দেশের মাটিতে শেষবারের মতো মাঠে নামবেন তিনি।
এই ম্যাচটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের জন্য এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে চলেছে।
দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, ২০২৬ বিশ্বকাপই মেসির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। এরপর তিনি ফুটবলকে বিদায় জানাবেন।
বিশ্বকাপ বাছাইপর্বের পর আর্জেন্টিনা কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে, কিন্তু সেগুলো দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই, ৫ সেপ্টেম্বরের ম্যাচটি ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ।
লিওনেল মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মিয়ামির জয়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হ্যাঁ, এটা খুবই অসাধারণ একটা মুহূর্ত হবে। এই ম্যাচটা আমার জন্য অবশ্যই বিশেষ কিছু।
এটা বাছাইপর্বে ঘরের মাঠে আমার শেষ ম্যাচ। জানি না, ভবিষ্যতে কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলার সুযোগ হবে কি না। তবে এই ম্যাচটি বিশেষ হয়ে থাকবে।
আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন - যতজন সম্ভব এই ম্যাচে আসবেন। আমরা সবাই একসঙ্গে এই মুহূর্তটা উপভোগ করব।
অনেকে হয়তো ভাবতে পারেন, এটাই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। কিন্তু বিষয়টি তেমন নয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি শুধু ঘরের মাঠে তার শেষ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি তিনি খেলবেন ইকুয়েডরের মাঠে।
এছাড়া, নভেম্বরে আরও কিছু প্রীতি ম্যাচ এবং ২০২৬ সালের মার্চে স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা খেলার কথা রয়েছে আলবিসেলেস্তেদের। এবং সবকিছু ঠিক থাকলে, ২০২৬ বিশ্বকাপেও মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ না হলেও, দেশের মাটিতে তার ফুটবল যাত্রার এক স্মরণীয় সমাপ্তি হতে চলেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন