নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল থেকে শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে গেলেও আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ঠিকই আছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। তার সঙ্গে দলে রাখা হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমকেও।
এই প্রাথমিক দলে একেবারে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফুটবলার জায়ান আহমেদ। ভিয়েতনামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়েন এই লেফটব্যাক।
তার গতি ও রক্ষণশৈলি দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার ক্ষমতা বেশ প্রশংসিত হয়েছিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর তিনি বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে অনুশীলন করছেন।
জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে সোমবার থেকে। হামজা চৌধুরী ৬ অক্টোবর এবং শমিত শোম ৭ অক্টোবর ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথেয়তা দেবে। এরপর ১৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচটি খেলতে হবে হংকংয়ের মাঠে।
এশিয়ান কাপ বাছাইয়ের 'সি' গ্রুপে বাংলাদেশ দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশের প্রাথমিক দল
মিতুল মারমা, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন, সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, সুমন রেজা, জামাল ভূঁইয়া, আব্দুল্লাহ ওমর সজীব, আরমান ফয়সাল আকাশ, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন