ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:১৩ পিএম
মিডফিল্ডার কিউবা মিচেল। ছবি- সংগৃহীত

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৩ নভেম্বর নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা।

এই দুই ম্যাচকে সামনে রেখে নতুন চমক হিসেবে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল এবং ফর্টিস এফসির উইঙ্গার মোরশেদ আলী।

৩০ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে পাঁচদিনের অনুশীলন শেষে বাফুফে ৫ নভেম্বর ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। রোববার (৯ নভেম্বর) দুপুরেই ক্যাম্পে যোগ দেবেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল ও মোরশেদ আলী।

দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চোটে ভুগছিলেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া। চিকিৎসাধীন অবস্থার উন্নতি সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বিকল্প খেলোয়াড় হিসেবেই কিউবা ও মোরশেদকে দলে ভিড়িয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব–১৮ ও অনূর্ধ্ব–২১ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউবার। বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকেই তাকে জাতীয় দলে আনার আলোচনা চলছিল।

পাসপোর্ট সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও নিয়মিত ম্যাচ না খেলার কারণে আগের দুই ট্রান্সফার উইন্ডোতে ডাকা হয়নি তাকে। অবশেষে সব বাধা পেরিয়ে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেলেন এই তরুণ মিডফিল্ডার।