বার্সেলোনায় হঠাৎ করে লিওনেল মেসির আগমন যেন ঝড় তোলে সামাজিক মাধ্যমে। স্পটিফাই ক্যাম্প ন্যুতে ২০২১ সালে বিদায়ের পর প্রথমবারের মতো পা রাখলেন আর্জেন্টাইন তারকা। মুহূর্তেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, ভক্তরা মেতে ওঠেন আবেগে।
তবে এই সফর নিয়ে নানান গুঞ্জনও ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, মেসির সফর ছিল সম্পূর্ণ আকস্মিক—এমনকি ক্লাব কর্তৃপক্ষও জানত না তার আগমনের ব্যাপারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা এই প্রসঙ্গেই মুখ খুলেছেন। তিনি জানান, আমি খুশি যে মেসি আবার ক্যাম্প ন্যুতে ফিরেছে। কিন্তু সত্যিই, আমরা জানতাম না সে আসছে।
আমরা ওকে ভালোবাসি—এটাই ওর ঘর, আর ও তা জানে। আমি বিশ্বাস করি, ইতিহাসের সেরা বিদায়টা ওরই প্রাপ্য।
লাপোর্তা আরও বলেন, ২০২১ সালে মেসির বিদায়ের সময় তিনি সভাপতি হিসেবে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে তাতে কোনো অনুতাপ নেই। লিও মেসির প্রস্থান যেভাবে ঘটেছিল, সেটি কারওই কাম্য ছিল না। কিন্তু তখন সেটিই ছিল বাস্তবতা। বার্সা সব সময় ব্যক্তির ঊর্ধ্বে।
সাক্ষাৎকারে সাংবাদিকরা জানতে চান, মেসি কি আবারও স্বল্পমেয়াদি চুক্তিতে বার্সায় ফিরতে পারেন? জবাবে লাপোর্তা বলেন, মেসি, আমাদের খেলোয়াড় ও সদস্যদের প্রতি শ্রদ্ধা রেখে আমি অবাস্তব কোনো কল্পনায় যেতে চাই না। এখন সেটি আলোচনার সময় নয়।
তবে মেসিকে ঘিরে বিশেষ শ্রদ্ধা ও বিদায়ী আয়োজন নিয়ে বার্সা প্রেসিডেন্ট জানান, ক্লাব ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
তিনি বলেন, মেসির প্রাপ্য সম্মান আমরা দেবই। ক্যাম্প ন্যুর সংস্কারকাজ শেষ হলে স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লাখ ৫ হাজার দর্শক। আমরা চাই, তার বিদায়ী অনুষ্ঠানে পুরো পৃথিবী দেখুক ইতিহাসের সেরা ফুটবলারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।



