দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর রেশ কাটতে না কাটতেই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক, ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী আজ (বুধবার) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন।
গতকাল রাতে ঘরের মাঠে হামজাদের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ দল পেল বহুল প্রতীক্ষিত জয়। এই জয়কে রাতভর উদযাপন করেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে জাতীয় দলের খেলা শেষ হওয়ায় তাকে দ্রুতই ফিরতে হচ্ছে তার ক্লাব লেস্টার সিটিতে।
ফিফা উইন্ডোতে হামজা ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে আসেন। উইন্ডো শেষে দ্রুত ক্লাবে ফিরতে হয় তাকে।
দেশের জার্সিতে হামজার খেলা দেখতে এখন অপেক্ষা করতে হবে প্রায় চার মাস। বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে। সেই ম্যাচেই হয়তো আবারও লাল-সবুজের জার্সি গায়ে দেখা যাবে এই তারকা মিডফিল্ডারকে।
এদিকে হামজা চৌধুরী দেশ ছাড়লেও ভিন্ন চিত্র কানাডা প্রবাসী সামিত সোমের ক্ষেত্রে। কানাডার লিগে বিরতি থাকায় তিনি এখনই ক্লাবমুখী হচ্ছেন না। কিছু দিন পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে সকালে তিনি ঢাকার টিম হোটেল ছেড়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন।
অপরদিকে, আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদও আগামীকাল (বৃহস্পতিবার) তার বাবার সঙ্গে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন। তারাও যোগ দিচ্ছেন স্ব স্ব ক্লাবে। এখনই বিশ্রামের সুযোগ নেই। কারণ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন