ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

অটোরিকশা বন্ধে হার্ডলাইনে ডিএমপি-ডিএনসিসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:৩৪ পিএম
অটোরিকশা গুঁড়িয়ে দিয়ে ডাম্পিং করা হচ্ছে। ছবি- সংগৃহীত

রাজধানীতে অটোরিকশার দৌরাত্ম্য ব্যাপকহারে বেড়েছে। এতে সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বিশেষ করে সড়কে যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা।

তবে এ নিয়ে হার্ডলাইনে যাচ্ছে সংশ্লিষ্টরা। এরইমধ্যে যৌথ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ডিএমপি ও ডিএনসিসির অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

এই অভিযানে মূল সড়কে অটোরিকশা উঠলেই গুঁড়িয়ে দিয়ে ডাম্পিং করা হয়।  চালকদের কোন আকুতিতেও কেউ ছাড় পাচ্ছেন না।

এদিন প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ অভিযান রাজধানীর বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে।

ডিএনসিসি জানায়, শুধু অভিযানই নয়, রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে।

আসাদগেটের অভিযানকালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এক সমীক্ষায় দেখা গেছে ২০ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারিচালিত রিকশার কারণে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। প্রায়ই দেখা যায় পথচারীদের ওপর উঠে যাচ্ছে, অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় এরই মধ্যে ব্যাটারিচালিত নিরাপদ রিকশার নকশা করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

মোহাম্মদ এজাজ আরও বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি রিকশা লাইসেন্স দেওয়া হবে। এর ফলে চলমান রিকশা নিয়ে যে বাণিজ্য রয়েছে, তা বন্ধ করা হবে। এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় যেতে পারবে না।

ডিএনসিসি প্রশাসক বলেন, এই মাসের মধ্যে ডিএনসিসি রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়া নির্ধারিত থাকবে।  

মোহাম্মদ এজাজ বলেন, ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে।