ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

আরও পাঁচ ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করল এনএসসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। সেই ধারাবাহিকতায় আরও পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম এবং পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।

এখন সেগুলোকে সংশ্লিষ্ট জেলার নাম অনুযায়ী পুনঃনামকরণ করা হয়েছে।

এ ছাড়াও পল্টনের আইভি রহমান সুইমিংপুলের নাম পরিবর্তন করে দেশের খ্যাতিমান সাঁতারু ও ইংলিশ চ্যানেল ছয়বার পার হওয়া ব্রজেন দাসের নামে নামকরণ করা হয়েছে।