নামাজরত মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার কিশোরী
আগস্ট ৪, ২০২৫, ০৯:৪০ পিএম
শনিবারের দুপুরটা ছিল অন্য যেকোনো দিনের মতোই। নিজের সাদামাটা বাড়িতে ৪৯ বছর বয়সি ইয়াতি দাঁড়িয়ে গিয়েছিলেন নামাজে। বাইরে রোদ ঝলমল, ভেতরে সেজদার নিস্তব্ধতা। কারও কল্পনাতেও ছিল না, এই নীরবতার বুক চিরে নেমে আসবে ভয়াবহ এক ট্র্যাজেডি।
জোহরের নামাজে যখন ইয়াতি মগ্ন, তখনই তার ১৮ বছরের মেয়ে এনআর হাতে তুলে নিল একটি হামানদিস্তা...