শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১০:২৩ পিএম

চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতেই খুন সাংবাদিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১০:২৩ পিএম

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ছবি- সংগৃহীত

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ছবি- সংগৃহীত

চাঁদাবাজির বিরুদ্ধে বিকেলে লাইভ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। তার কয়েক ঘণ্টা পরই ঘটল ভয়াবহ ঘটনা। গাজীপুরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করল সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ নৃশংস হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা হাঁসুয়া নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করলে ওই সাংবাদিক সেই দৃশ্য ভিডিও ধারণ করছিলেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি কাজ করতেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তুহিন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে তিনি নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা’।

সন্ধ্যার পরে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহত তুহিনের বন্ধু শামিম বলেন, আমরা একসঙ্গেই হেটে যাচ্ছিলাম। হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিল। তুহিন দৌড়ে সাইটে গিয়ে ভিডিও করছিল। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে দোকানের সামনে জটলা দেখে এসে দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পরে আছে।

আরও একটি সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা জানার এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এছাড়া ফুটেজ ও ক্লু সংগ্রহ করা হচ্ছে।  সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি।

অপরেদিক চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে অপর এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেছে একদল দুর্বৃত্ত। ৬ আগস্ট বুধবার বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত যুবকের নাম আনোয়ার হোসেন তিনি ‘বাংলাদেশের আলো’ নামে একটি পত্রিকায় গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, জয়দেবপুর রেলগেট ও সাহাপাড়া এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্ত্বরা আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে। তারা ইট দিয়ে তার পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। হামলার সময় পাশেই পুলিশ অবস্থান করলে প্রথমে তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।

তারা অভিযোগ করেন, পুলিশ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে জানিয়েছেন। মারধরের পরে পুলিশ এগিয়ে এসে ওই যুবককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আহত যুবকের মা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

Shera Lather
Link copied!