ময়মনসিংহ ধোবাউড়ায় বাবুল মিয়া (৫০) নামে এক জনকে কুড়াল দিয়ে কুপিয়ে ও অন্ডকোষ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী রাজিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ঘোষগাও ইউনিয়নের কেশিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্র জানায়, বাবুল মিয়া তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। তাদের মাঝে পারিবারিক কলহ ছিল। শারীরিক অক্ষমতার কারণে দুজনের মাঝে ঝগড়া হতো। তবে বাবুল মিয়ার ৪ সন্তান রয়েছে।
ঘটনার দিন রাতে বাবুল মিয়া এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন। শনিবার সকালে এলাকাবাসী ঘরে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিযে মরদেহ উদ্ধার। এ ঘটনায় স্ত্রী রাজিয়া আক্তারকে আটক করেছে পুলিশ।
ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তার স্ত্রী তাকে হত্যা করেছে। তদন্তে প্রকৃত ঘটনা বের হবে। মামলা প্রক্রিয়াধীন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন