মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং কীটনাশকের বিষক্রিয়ায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও শিবালয় উপজেলায় এসব ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল সোয়া ৫টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে। একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মীর তানভীর হোসেন অনিক (২৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত অনিক উপজেলার নালী গ্রামের মীর শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন বলে জানা গেছে।
এর প্রায় দুই ঘণ্টা পর, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার জাগীর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন আরেক মোটরসাইকেল আরোহী মারুফ (৩০)। তিনি সদর উপজেলার গিলন্ড গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জের বিসিক শিল্প এলাকায় অনিক ট্রিমস প্রিন্টিং প্রেসে কর্মরত ছিলেন। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা রুবেল নামের এক ব্যক্তি আহত হন।
অন্যদিকে, শনিবার দুপুরে সদর উপজেলার পাঁচ বারইল গ্রামে কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় মারা যান আব্দুল বারেক (৫০)। তিনি ওই গ্রামের মুল্লুক চানের ছেলে। বিষক্রিয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে বারেককে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।
গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, “দুটি সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও কাভার্ড ভ্যান পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “কীটনাশক দেওয়ার সময় বিষক্রিয়ায় এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন