পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আর এর কেন্দ্রে ছিল এক অসহায় মা কুকুর ‘টম’। সন্তানহারা এই মা কুকুরের আর্তনাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের হৃদয়ে দাগ কাটে। দুই দিন ধরে ছানাগুলোর জন্য পাগলের মতো ছোটাছুটি করেছে টম। কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে, কখনো অফিস কক্ষের দরজায় দাঁড়িয়ে ছানাদের খোঁজ করেছে।
অবশেষে টমকে নতুন মা হওয়ার সুযোগ করে দিলেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। বুধবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশ্বরদীয়ান’-এর সদস্যরা দুটি কুকুরছানা নিয়ে টমের কাছে গেলে হৃদয়স্পর্শী এক দৃশ্য তৈরি হয়। টম ছানাগুলোর ঘ্রাণ নিয়ে কাছে টেনে নেয়, তারপর বুকের দুধ খাওয়াতে শুরু করে। যেন হারানো শূন্যতায় আবার নতুন প্রাণের স্পর্শ ফিরে পেল সে।
ঈশ্বরদীয়ান এর সভাপতি শাহরিয়ার অমিত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে টমের কান্না আমরা দেখেছি। সন্তান হারিয়ে মা কুকুরটি কেমন যন্ত্রণায় আছে তা বুঝতে পেরেছিলাম। তাই আমাদের এলাকার দুটি কুকুরছানা এনে তাকে দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, মুহূর্তেই তাদের নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছে টম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, টম কয়েক দিন ধরে খাবার না খেয়ে শুধু ছানাদের খুঁজেছে। নতুন দুটি ছানা দেওয়ার পর এখন অনেকটা স্বাভাবিক। আশা করি, এই দুই ছানাই তার শোক কিছুটা হলেও কাটিয়ে উঠতে সাহায্য করবে।
এক সপ্তাহ আগে টম আটটি ছানা জন্ম দেয়। গত রোববার রাতের কোনো এক সময় উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান জীবন্ত বাচ্চাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।
সোমবার সকালেই পুকুরে বস্তা ভাসতে দেখে কেয়ারটেকার জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা বস্তাটি পাড়ে তুলে আনেন। এরপর বস্তা খুলতেই বেরিয়ে আসে আটটি নিথর শরীর।
মা কুকুর টম তখন ছুটে ছুটে খুঁজছে তার সন্তানদের। যখন মৃত ছানাগুলো তাকে দেখানো হয়, সে শোকে কেঁদে অজ্ঞান হওয়ার উপক্রম হয়। পরে প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা চিকিৎসা দেন তাকে।
এই নৃশংসতার ঘটনায় দেশব্যাপী আলোচনা শুরু হলে মঙ্গলবার রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে মামলা করেন। রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আগামী রোববার মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন