নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন করতে এসে পুলিশের কাছে আটক হয়েছেন ২০ জন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চি করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাচন অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ঘোরাফেরা ও এনআইডি করার অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রথমে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি লিয়াকত আরও জানান, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা কীভাবে এখানে এসেছেন, কারা তাদের এনআইডি করতে সহযোগিতা করছিল, এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন অফিস সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত কয়েক মাস ধরে বন্দর এলাকায় বহিরাগতদের এনআইডি তৈরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বুধবারের অভিযান সেই অভিযোগের ভিত্তিতেই পরিচালিত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন