বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৪৫ পিএম

রাজশাহীতে এনসিপির ৫ সদস্যের পদত্যাগ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৪৫ পিএম

এনসিপির লোগো। ছবি - সংগৃহীত

এনসিপির লোগো। ছবি - সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। সাইফুল ইসলামকে রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করা হলে একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পাশাপাশি তারা জেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) পদত্যাগকারী পাঁচ সদস্য তাঁদের পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠান। 

পদত্যাগকারী নেতারা হলেন: আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। তারা সবাই গত ২৯ নভেম্বর ঘোষিত এনসিপি রাজশাহী জেলা কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ২০২৫-২৬ মেয়াদের রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। কিন্তু সেই কমিটিতে জুলাই আন্দোলনের বিরোধী অবস্থানে থাকা একজন ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেন তারা।

পদত্যাগকারী নেতারা দাবি করেন, জুলাই আন্দোলনে তারা সক্রিয়ভাবে অংশ নেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন। অথচ সেই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের নেতৃত্বে এনে জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে তারা গভীরভাবে মর্মাহত। এ পরিস্থিতিতে কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তারা দলীয় দায়িত্ব পালন করবেন না বলে ঘোষণা দেন।

আজিজুল ইসলাম বলেন, আমরা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই দোসরদেরই যদি দলীয় নেতৃত্বে আনা হয়, তাহলে সেই কমিটিতে থাকা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।

এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
 

Link copied!