বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২৬ পিএম

পাবনার সেই মা কুকুর পেল দুই নতুন ছানা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১০:২৬ পিএম

টম নামের পাবনার সেই কুকুরটিকে দেওয়া হয়েছে দুটি ছানা। ছবি- সংগৃহীত

টম নামের পাবনার সেই কুকুরটিকে দেওয়া হয়েছে দুটি ছানা। ছবি- সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ৮টি নবজাতক ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার পর অসুস্থ হয়ে পড়া মা কুকুরটিকে দুটি ছানা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশ্বরদীয়ান’। নতুন ছানা দুটিকে দুধ পান করাতে শুরু করায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মা কুকুরটি।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরটির কাছে ছানা দুটি তুলে দেওয়া হয়। সংগঠনের পরিচালক শাহরিয়ার অমিত নিজের পালিত কুকুরের সাতটি ছানা থেকে দুটি এনে মা কুকুরটির কাছে দেন। 

‘ঈশ্বরদীয়ান’-এর পরিচালক শাহরিয়ার অমিত গণমাধ্যমকে বলেন, ‘ছানাগুলো মারা যাওয়ার পর মা কুকুরটি খুব যন্ত্রণায় ছিল। স্তনে দুধ জমে থাকায় ব্যথায় কঁকাতেও দেখেছি। মঙ্গলবার বিষয়টি ইউএনও মহোদয়কে জানাই। তিনি অন্য কোনো কুকুরের কাছ থেকে ছানা সংগ্রহ করার পরামর্শ দেন। তার পরামর্শেই আমার নিজস্ব কুকুরের দুটি ছানা এনে দিই।’

তিনি আরও জানান, ‘প্রথমে মা কুকুরটি ছানা দুটিকে গ্রহণ করতে চাইছিল না। পরে তার স্তন থেকে দুধ বের করে ছানাদের মুখে মাখিয়ে দিলে সে ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করে। এখন ছানা দুটিকে নিজের মতো করেই দুধ পান করাচ্ছে।’

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘ছানা হারানো মা কুকুরটির চিকিৎসায় ভেটেরিনারি সার্জন ফারুক হোসেনকে প্রধান করে আট সদস্যের একটি জরুরি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক কুকুরটির যত্ন নিচ্ছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘সন্তানহারা কুকুরটি নতুন ছানাদের দুধ পান করাচ্ছে এবং সবসময় কাছে রাখছে। এতে তার মানসিক যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হচ্ছে।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউএনও’র বাসভবনের একটি কোনায় থাকত ‘টম’ নামের কুকুরটি। এক সপ্তাহ আগে সে আটটি বাচ্চা জন্ম দেয়। গত সোমবার (১ ডিসেম্বর) সকালে ছানাগুলোকে না পেয়ে ছুটোছুটি ও কান্নাকাটি করতে দেখা যায় তাকে।

পরে জানা যায়, ঈশ্বরদী উপজেলা পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী জীবিত ছানাগুলোকে বস্তায় ভরে আগের রাতে পুকুরে ফেলে দিয়েছেন।

পরদিন সকালে পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে গতাকাল মঙ্গলবার রাতে হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনের বিরুদ্ধে মামলা করেন। মামলার দুই ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Link copied!