ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংকটময় পরিস্থিতি সমাধান হওয়ার পর তফসিল ঘোষণা করলে নির্বাচন প্রক্রিয়া অনেক সহজ ও স্বচ্ছ হবে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে, তখন তপশিল ঘোষণা করা সহজ হবে। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটময়; আমরা চাই এই সংকট সমাধান হওয়ার পর তপশিল দেওয়া হোক, যাতে সব দল ভোটিং প্রক্রিয়ায় অংশ নিতে পারে।’
এনসিপি তপশিল পেছাতে চাইছে কি না—এ প্রশ্নে পাটওয়ারী জানান, ‘আমরা তপশিল পেছানোর জন্য চাইছি না। আমাদের উদ্দেশ্য হলো, সংকট সমাধান করে তপশিল দেওয়া হোক।’
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘তপশিল ঘোষণার সময় রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রতিটি দলের জন্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। যে সময় তপশিল দেওয়া হবে, সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হলে সব দলের জন্য সুবিধাজনক হবে।’
এনসিপি আশা করছে, এই সুসংগঠিত ও সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন