হাইকোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটকে ‘আদালত ব্যবহার করার চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনসিপির প্রতীক শাপলা কলির নিবন্ধন গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের নিজস্ব প্রতীকের ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানাই। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটি আমরা নিন্দা জানাচ্ছি। আইনগতভাবে আমরা নির্বাচন কমিশনকে লড়াই করতে বলেছি।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময়কালীন স্বচ্ছতা নিশ্চিত করতে কালো টাকার ব্যবহার বন্ধ করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রশাসনের প্রভাব থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন রাখা জরুরি।’
এনসিপি নেতা বলেন, ‘গণভোটের সঠিক প্রচারণা নিশ্চিত করতে প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করা উচিত। গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’
এ ছাড়াও, নির্বাচন কমিশনে এখনো অনেক দুর্নীতিবাজ অফিসার রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, ‘ডিসি ও এসপির বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়েছে। এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য হুমকি তৈরি করছে।’
নাহিদ ইসলাম রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য নির্বাচনের তপশিল ঘোষণার সময় এমন হওয়ার আহ্বান জানান যাতে রাজনৈতিক দলগুলো স্থিতিশীল অবস্থায় থাকে।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘ছোট ছোট দলকে ব্যবহার করে একটি মহল কোর্টের আশ্রয় নিয়ে নির্বাচনি সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে চাচ্ছে। আমরা এমন আচরণের তীব্র নিন্দা জানাই।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন