দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনে যত ভোটই পাই না কেন, দেবিদ্বার ছাড়ব না। হারি বা জিতি, দেবিদ্বারের মানুষের পাশেই থাকব। এ জায়গা আমার অস্তিত্ব, এখানে আলো-বাতাসও আমার অক্সিজেন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় মানুষের উপস্থিতিতে আয়োজিত এ পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে। কে নেতা হবেন, সেটা কেউ ঠিক করে দিতে পারে না। আমরা কেবল উসিলা। জনগণই নেতৃত্ব তৈরি করে।
নিজেকে শ্রমজীবী মানুষের সন্তান উল্লেখ করে হাসনাত বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব এসেছে খেটে-খাওয়া মানুষের হাত ধরে। আমার বাবার মতো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, শ্রমিক তারাই নেতাদের গড়ে তুলেছেন। সমাজের কিছু উচ্চশ্রেণির মানুষ এই পরিশ্রমী মানুষদের মানুষই মনে করেন না। আমি সেই অবহেলিত মানুষদের প্রতিনিধি হিসেবেই নির্বাচনে দাঁড়িয়েছি।
ভোটকে ঘিরে কোনো বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাকে ভালো লাগে তাকে ভোট দেবেন। কিন্তু এ ভোট নিয়ে ঘরে ঘরে বিভেদ করবেন না। এতে সহিংসতা তৈরি হতে পারে।
এর আগে সকালে তিনি সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে পদযাত্রা শুরু করেন। দিনব্যাপী সুলতানপুর ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন