প্রতিদিন গোসল করা কী জরুরী?
এপ্রিল ১৮, ২০২৫, ০৫:০৪ পিএম
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—কোনো ঋতুতেই যেন ঢাকা আরামদায়ক নয়। আসল চৈত্র মাস আসলো সবেমাত্র ৫ দিন হলো। ক’দিন থেকেই ঢাকায় বাড়ছিল তাপমাত্রা। দিচ্ছিল চৈত্র মাসের আগমনী বার্তা। গরমের ক্লান্তি জেঁকে বসে শরীরে-মনে। আর শরীর-মনে প্রশান্তি আনে গোসল। আমাদের মতো আবহাওয়ার দেশে দিনে হোক বা রাতে—প্রতিদিন অন্তত একবার গোসল করা উচিত।প্রতিদিন...