কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের নিখোঁজ কিশোরী সোহানা খাতুনকে (১৮) ১০ দিন পর জীবিত অবস্থায় গাজীপুরে তার প্রাক্তন স্বামীর বাসায় পাওয়া গেছে।
বুধবার (৩০ জুলাই) রাতে তিনি নিজেই মায়ের মোবাইলে ফোন করে তার অবস্থান জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোহানা গত ২০ জুলাই দুপুরে স্থানীয় মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দল কয়েক দিন ধরে নদীতে তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ হওয়ার সময় নদীর পাশে থাকা এক নারী জানান, সোহানাকে গামলা হাতে নদীপাড়ে দেখা গেলেও পরে আর তাকে দেখা যায়নি। ধারণা করা হয়েছিল, সে নদীতে ডুবে গেছে।
তবে ১০ দিন পর হঠাৎ তার মাকে ফোন করে সোহানা জানান, তিনি ঢাকার গাজীপুরে অবস্থান করছেন এবং বর্তমানে তার প্রাক্তন স্বামীর কাছে রয়েছেন।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে সেই স্বামী গোপনে আরেকটি বিয়ে করেন।
এ বিষয়ে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘শুরুর দিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, নদীতে গোসল করতে গিয়ে সোহানা নিখোঁজ হয়। কিন্তু পরে তার বাবা আমাদের জানান, মেয়ে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :