বন্ধুত্ব করতে হলে প্রথমে তিস্তার পানি দিতে হবে : মির্জা ফখরুল
                          ফেব্রুয়ারি ১৭, ২০২৫,  ০৬:৫৪ পিএম
                          লাখো কন্ঠে একটাই দাবি- ‘বাঁচাও তিস্তা’। ‘আমার ভাগের পানি চাই, মেগা প্রকল্প বাস্তবায়ন চাই’ দুই দিনের লাগাতার অবস্থান কর্মসূচির সেমিনার, সমাবেশে আসা সকলের বক্তব্য ছিল এমনই। আর সাধারণ মানুষ, যারা লাগাতার ৪৮ ঘণ্টা তিস্তার তীরে অবস্থান করার জন্য এসেছেন তারাও বলছেন, ‘আর আশ্বাস নয়, এবার চাই প্রকৃতির দেয়া তিস্তার পানির হিস্যা...