বিএনপি`র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পানির অভাবে বাংলাদেশে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে। ১৫ লক্ষ টন চাল বেশি উৎপাদন হলে এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকতো। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আর্ন্তজাতিক ভাবে ন্যায়নীতির ন্যায্য দাবি। সকলের দাবি পানিবন্টনের ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তার অববাহিকায় তিস্তা বাঁচাও আন্দোলনে অবস্থান কর্মসূচীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোনের ডাক দিয়েছে তা বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। এর বহিঃপ্রকাশ এ আন্দোলনের মাধ্যমে ঘটেছে। এ আন্দোলন অব্যাহত থাকবে। পানি যতদিন না আসবে এ আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যে কোন কিছু বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের মানুষের জনসমর্থন ছাড়া সমাধান সম্ভব না। বিএনপি এটার সমাধানকল্পে এ আন্দোলন শুরু করেছে। এটার ধারাবাহিকতা থাকবে। আজকে জনসমর্থন আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। এটা আমাদের আগামী দিনের কাজে বড় ধরনের সহায়ক হবে।
এসময় জেলা বিএনপি`র আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য আশরাফুল হক রুবেল, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন