রাফির কথায় ক্ষ্যাপার দলের নতুন গান ‘মানুষ চেনো না’
এপ্রিল ২৪, ২০২৫, ০৬:৩৯ পিএম
ব্যান্ড ক্ষ্যাপার দল গতানুগতিকতার বাইরে ভিন্ন স্বাদের গান উপহার দিয়ে চলেছে। সে গানে আছে সামাজিক অবক্ষয়ের কথা, আছে প্রতিদিনের চালচিত্র, আছে মানবতার কথা।
এবার ‘মানুষ চেনো না’ নামে নতুন একটি গান প্রকাশ করল ব্যান্ডটি। রাফিউজ্জামান রাফির কথায় ‘মানুষ চেনো না’ শিরোনামের এই গানটির কণ্ঠ-সুর দিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য সুমন কল্যাণ।
এ প্রসঙ্গে...