মাচু পিচু কী, কোথায় অবস্থিত?
অক্টোবর ৯, ২০২৫, ০৬:৪০ এএম
আন্দিজ পর্বতের বুক চিরে, মেঘ আর নীল আকাশের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাচু পিচু- ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষ্য। পেরুর কুজকো শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ মিটার উচ্চতায় অবস্থিত এই প্রাচীন ইনকা শহর যেন নিজেই এক রহস্য। ‘মাচু’ মানে পুরাতন, ‘পিচু’ মানে পর্বত- দুই মিলে...