সাইকেলে বিশ্বভ্রমণ করা প্রথম নারী
মার্চ ৮, ২০২৫, ১১:৪৮ এএম
সমাজের নিয়ম, কুসংস্কার, কিংবা শারীরিক সীমাবদ্ধতা; কোনো কিছুই একজন নারীর অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না, যদি তার মনে থাকে অদম্য সাহস। ইতিহাসজুড়ে এমন অনেক নারী আছেন, যারা প্রচলিত ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ করেছেন, নতুন পথ দেখিয়েছেন। তেমনই একজন নারী ছিলেন অ্যানি কোহেন কপচভস্কি, যিনি পরে পরিচিত হন অ্যানি লন্ডনডেরি নামে। তিনি এমন...