শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফিচার ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০২:৩৫ পিএম

বর্ষায় ঘুরতে গেলে যেসব জিনিস সঙ্গে রাখবেন

ফিচার ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০২:৩৫ পিএম

হেঁটে পাহাড়ের ওপরে ওঠার দৃশ্য। ছবি- সংগৃহীত

হেঁটে পাহাড়ের ওপরে ওঠার দৃশ্য। ছবি- সংগৃহীত

বর্ষাকাল মানেই প্রকৃতির অন্যরকম রূপ। চারপাশে সবুজের ছোঁয়া, নদী-নালার পানিতে  টইটম্বুর অবস্থা আর কোথাও কোথাও মেঘে ঢাকা পাহাড়- সব মিলিয়ে বর্ষাকাল ভ্রমণপিপাসুদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

তবে এই মৌসুমে ঘুরতে গেলে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ থাকে, তেমনই কিছু ঝুঁকিও থেকে যায়- বিশেষ করে বৃষ্টিজনিত সমস্যাগুলো। তাই বর্ষাকালে ভ্রমণের আগে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

জেনে নিন বর্ষায় ঘুরতে গেলে যেসব জিনিস সঙ্গে রাখবেন-

ওয়াটারপ্রুফ ব্যাগ ও ব্যাগ কাভার

বৃষ্টির সময় হঠাৎ পানি ঢুকে গেলে মূল্যবান জিনিস নষ্ট হতে পারে। তাই ব্যাগ বেছে নেওয়ার সময় ওয়াটারপ্রুফ বা রেইন-কাভারযুক্ত ব্যাগ নেওয়াই উত্তম।

রেইনকোট বা ছাতা

বর্ষাকালের সবচেয়ে দরকারি সঙ্গী হলো রেইনকোট কিংবা ভাঁজযোগ্য ছাতা। হালকা ও পাতলা রেইনকোট সহজে বহনযোগ্য এবং কার্যকর।

পানিরোধক মোবাইল কভার ও ইলেকট্রনিক পাউচ

ফোন, পাওয়ার ব্যাংক, ক্যামেরা ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসগুলোর জন্য পানিরোধক কভার ব্যবহার করুন। এতে হঠাৎ বৃষ্টিতে ডিভাইস নষ্ট হওয়ার ঝুঁকি কমে।

হালকা ও দ্রুত শুকায় এমন পোশাক

জিনস বা মোটা কাপড় বৃষ্টিতে ভিজে গেলে শুকোতে সময় নেয়। তাই বর্ষায় ট্রাভেল করার সময় হালকা ও সিনথেটিক ম্যাটেরিয়ালের পোশাক বেছে নেওয়া ভালো।

বাড়তি জামা-কাপড় ও তোয়ালে

বর্ষায় ভিজে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকে। তাই বাড়তি অন্তর্বাস, টি-শার্ট, তোয়ালে সঙ্গে রাখুন। প্রয়োজনে হাতের কাছে রাখতে পারেন ছোট একটি প্লাস্টিক ব্যাগ বা ওয়াটারপ্রুফ পাউচ।

স্যান্ডেল

চামড়ার জুতো বা স্নিকার্স বর্ষায় ভিজে নষ্ট হয়ে যেতে পারে। তাই রাবারের স্যান্ডেল বা পানি ঠেকাতে পারে এমন জুতো বেছে নিন। হাওয়াই চপ্পলও চলতে পারে, যদি হাঁটা বেশি না থাকে।

প্রয়োজনীয় ওষুধ ও স্যানিটারি সামগ্রী

বর্ষায় সর্দি-কাশি, হজমের সমস্যা বা চামড়াজনিত সংক্রমণ হতে পারে। তাই সাধারণ ওষুধ, ব্যান্ড-এইড, হ্যান্ড স্যানিটাইজার ও ওয়েট টিস্যু সঙ্গে রাখুন।

খাবার ও পানির বোতল

অফবিট জায়গায় খাবার না-ও পেতে পারেন। তাই শুকনো খাবার যেমন বিস্কুট, চানাচুর, ড্রাই ফ্রুটস এবং বিশুদ্ধ পানির বোতল সঙ্গে রাখলে উপকারে আসবে।

পলিথিন/জিপলক ব্যাগ

ভিজে জামাকাপড়, জুতো বা অন্যান্য দ্রব্য রাখার জন্য পলিথিন ব্যাগ বা জিপলক ব্যাগ খুবই দরকারি। এতে ব্যাগের ভেতর অন্যান্য জিনিস সুরক্ষিত থাকবে।

পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক

বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাট বা চার্জের সমস্যা হতে পারে। তাই একটি ভালো পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন, যা আপনার ফোন বা ক্যামেরার চার্জ নিশ্চিত করবে।

কাগজপত্র ও টাকা রাখার সুরক্ষিত ব্যবস্থা

ভিজে গেলে কাগজপত্র বা টাকা নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলো ওয়াটারপ্রুফ পাউচে রাখুন। ডিজিটাল ওয়ালেট ব্যবহার করলেও কিছু নগদ টাকা রাখুন সতর্কতার জন্য।

ছোট্ট ছেঁড়া কাপড় বা গামছা

ভিজে গেলে হাত-মুখ মুছতে বা হালকা জিনিসপত্র মোড়াতে কাজে আসে।

বর্ষাকালে ঘুরার মজাই আলাদা- কিন্তু প্রস্তুতি ছাড়া বের হলে সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হতে পারে। তাই যাত্রার আগেই এই প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে রাখলে আপনি নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন বর্ষার সৌন্দর্য, প্রকৃতির শান্তিময় পরিবেশ এবং অফবিট গন্তব্যের রোমাঞ্চ।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!