ঈদে মুক্তি পাচ্ছে ধীমন বড়ুয়া-সামিরার `তুমি কি করে`
মার্চ ৫, ২০২৫, ০৯:২৬ পিএম
আসছে পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন মুক্তি পাবে ঢাকা কমিউনিকেশন এর ব্যানারে মিউজিক্যাল ফিল্ম `তুমি কি করে`।কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী, গানটি লিখেছেন মাহবুব রহমান, সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন মিনহাজ জুয়েল, গানটির ভিডিও গল্প চিএনাট্য ও পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা...