দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয় ও সংবেদনশীল করে তুলতে ইনস্টাগ্রাম স্টোরি ফিচার এখন খুবই জনপ্রিয়। শুধু ছবি বা ভিডিও নয়, স্টোরিতে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করলে তা হয়ে ওঠে আরও বেশি জীবন্ত ও মনোমুগ্ধকর।
ইনস্টাগ্রামের স্টোরি ফিচারে একইসঙ্গে স্টিকার, গান ও টেক্সট যুক্ত করা যায় সহজ কিছু ধাপ অনুসরণ করে। নিচে বিস্তারিত ধাপে ধাপে দেওয়া হলো:
স্টোরিতে স্টিকার যুক্ত করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. হোম স্ক্রিনে ডানদিকে সোয়াইপ করে স্টোরি ক্যামেরা খুলুন।
৩. নিচে থাকা অপশন থেকে Story নির্বাচন করুন।
৪. নিচে বাম পাশে থাকা Gallery থেকে ছবি/ভিডিও নির্বাচন করুন।
৫. উপরে থাকা Sticker আইকনে ট্যাপ করুন।
৬. স্ক্রল করে পছন্দের স্টিকার বেছে নিন বা ওপরে সার্চ বক্সে যেমন 'Smiley', 'Cat' ইত্যাদি লিখে খুঁজুন।
৭. পছন্দের স্টিকারে ট্যাপ করলেই তা যুক্ত হয়ে যাবে।
মিউজিক যুক্ত করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. হোম স্ক্রিনে ডানদিকে সোয়াইপ করে স্টোরি তৈরি করুন।
৩. Gallery থেকে ছবি/ভিডিও নির্বাচন করুন।
৪. ডান পাশে ওপরের Music আইকনে ট্যাপ করুন।
৫. ট্রেন্ডিং, Saved, বা Original Audio ট্যাব থেকে গান বেছে নিন।
৬. অথবা, সার্চ বক্সে গানের নাম লিখে খুঁজে নিন।
৭. পছন্দসই গানে ট্যাপ করলেই তা স্টোরিতে যুক্ত হয়ে যাবে।
টেক্সট যুক্ত করবেন যেভাবে
১. স্টোরি তৈরির আগের ধাপগুলো অনুসরণ করুন।
২. Gallery থেকে ছবি/ভিডিও নেওয়ার পর ওপরের Aa (Text) অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিক থেকে পছন্দের রঙ, ফন্ট বেছে নিন।
৪. আপনার লিখতে চাওয়া টেক্সট টাইপ করুন।
৫. লেখা শেষে ওপরে Done বাটনে ট্যাপ করুন।
৬. এরপর স্টোরি পোস্ট করলেই টেক্সটসহ তা দেখা যাবে।
এই সহজ ধাপগুলো অনুসরণ করে ইনস্টাগ্রাম স্টোরিকে আপনি করে তুলতে পারেন আরও বেশি আকর্ষণীয়, সৃজনশীল ও স্মরণীয়। তবে স্টোরি পোস্ট করার আগে দেখে নিন সব উপাদান ঠিকঠাক যুক্ত হয়েছে কি না। প্রয়োজনে ড্র্যাগ ও রিসাইজ করে স্টিকার বা টেক্সটের অবস্থান ঠিক করে নিন।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন