‘ছিট কাপড়’ বিক্রিতে চলে রাবেয়ার সংসার
মার্চ ৩০, ২০২৫, ০৩:২৯ পিএম
গ্রামে গ্রামে সাইকেল চড়িয়ে বেড়িয়ে ‘ছিট কাপড়’ বিক্রি করে সংসার চালান রাবেয়া।৪৫ বছর বয়সী এই নারী সাইকেলে ছিট কাপড়, মশারি, বাচ্চাদের জামা-প্যান্ট নিয়ে হাঁকডাক ছেড়ে বলছেন, ‘ছিট কাপড় লাগবে, ছিট কাপড়?’ আর এভাবেই ছিট কাপড় বিক্রি করে চলে তার সংসার।শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নরাইলের আগদিয়া, মধুরগাতি এলাকার উত্তর পাড়ায় এমন...