শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:৪৪ এএম

সুখী সংসারের জন্য দোয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:৪৪ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সুখী, সুন্দর ও সমৃদ্ধ জীবন গঠনে দাম্পত্য সম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে অশান্তি থাকলে তা ব্যক্তিগত, পারিবারিক এমনকি সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। 

তাই প্রত্যেক বিবাহিত দম্পতির উচিত—নিজেদের সম্পর্ককে সুস্থ, সুন্দর ও স্থিতিশীল রাখার জন্য সচেষ্ট থাকা এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন তিনি সংসারে সুখ-শান্তি বজায় রাখেন ও কলহ-বিবাদ থেকে রক্ষা করেন।

কোরআনে বর্ণিত কিছু দোয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে সুখী সংসার কামনা করতে পারি। নিচে তেমন দুটি দোয়া তুলে ধরা হলো—

১. সুখী দাম্পত্য ও সন্তানের জন্য দোয়া

আরবি দোয়া:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন, ওয়াজ‘আলনা লিল-মুত্তাকীনা ইমামা।

অর্থ: হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের জন্য আমাদের স্ত্রী ও সন্তানদের চোখের শীতলতা করুন এবং আমাদেরকে মুত্তাকিদের (আল্লাহভীরুদের) নেতা বানান। সূরা ফুরকান: আয়াত ৭৪

২. দুনিয়া ও আখেরাতের মঙ্গল কামনায় দোয়া

আরবি দোয়া:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান্নার।

অর্থ: হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা বাকারা: আয়াত ২০১

দোয়ার গুরুত্ব ও প্রতিদান

দোয়া মুমিনের শক্তিশালী হাতিয়ার। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনায় দোয়ার কোনো বিকল্প নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন: ‘তোমাদের প্রতিপালক বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ সূরা গাফির: আয়াত ৬০

হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলিম ব্যক্তি দোয়া করে—যেখানে পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কিছু নেই—তখন আল্লাহ তিনভাবে তার দোয়া কবুল করেন: হয় তাকে তা সরাসরি দিয়ে দেন, না হয় আখিরাতের জন্য সংরক্ষণ করেন, অথবা কোনো বিপদ আপদ দূর করে দেন।’ বুখারি, আদাবুল মুফরাদ

রূপালী বাংলাদেশ

Link copied!