কবির কয়েকটি কবিতা
মার্চ ২১, ২০২৫, ০৩:৫৫ পিএম
একদল নয়াচোরআমাদের রক্তের পরেব্যবসা কোরে একদল নয়াচোররাতারাতি ক্ষমতায় সংস্কারের প্রলোভন দেখিয়ে আম খায়, আঁটিওগুঁজে রাখেন নিজেরই গুহ্যদ্বারে। রাতের বাগান ও হিংসাফুলরাত এলে, মৃতের শহর এসে নিয়ে যায় আমাকে সেখানে!সারারাত মৃতদেহকে বয়ে ওমৃতদের পাশে, খুঁজি পার্থক্য?মৃতদের সব্বাই, এক তো নয়।ওখানেও হিংসা জেগে আছে!চোখেমুখে এ প্রভাব স্পষ্টতরফুটে উঠেছে, রাতের বাগানে। এখানে এখনও অভাব, স্বপ্নেরএদেশে, অভাবের হাওয়া বইছে; বহুকাল...