রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৭:৪১ পিএম

ক্যান্সারে মারা গেলেন ‘ডক্টর ডুম’খ্যাত তারকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৭:৪১ পিএম

ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে জুলিয়ান ম্যাকম্যাহন । ছবি - সংগৃহীত

ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে জুলিয়ান ম্যাকম্যাহন । ছবি - সংগৃহীত

‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর জনপ্রিয় হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকম্যাহন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেছেন। গত ২ জুলাই ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে মারা যান এই অভিনয়শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

জুলিয়ান ম্যাকম্যাহনের স্ত্রী কেলি ফেসবুক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘মনে কোনও অসন্তোষ না রেখেই আমি বিশ্বকে জানাতে চাই যে, আমার প্রিয় স্বামী জুলিয়ান ম্যাকম্যাহন ক্যান্সারকে জয় করার এক সাহসী প্রচেষ্টার পর এই সপ্তাহে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’ 

কেলি আরও বলেন, ‘জুলিয়ান জীবনকে ভালোবাসতেন। তিনি তার পরিবার, বন্ধু, কাজ এবং তার ভক্তদের ভালোবাসতেন। তার গভীরতম ইচ্ছা ছিল যতটা সম্ভব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসা। আমরা কামনা করি, যারা জুলিয়ানের কাছ থেকে আনন্দ পেয়েছেন, তারা যেন জীবনে আনন্দ খুঁজে পান।’

অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকম্যাহনের ছেলে জুলিয়ান ম্যাকম্যাহন অভিনয় জীবনে রায়ান মারফির শো’তে ‘ড. ক্রিশ্চিয়ান ট্রয়’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। অ্যালিসা মিলানোর অন-স্ক্রিন প্রেমিক চরিত্রেও তার অভিনয় ছিল প্রশংসিত। 

১৯৯২ সালের ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড সামার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। পরবর্তীতে ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ খলনায়ক ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। সাম্প্রতিক সময়ে তাকে নেটফ্লিক্সের ‘দ্য রেসিডেন্স’ সিরিজেও দেখা গেছে।

ব্যক্তি জীবনে তিনি অস্ট্রেলিয়ান গায়িকা ড্যানি মিনোগ, ‘বেওয়াচ’ তারকা ব্রুক বার্নস এবং সর্বশেষ ২০১৪ সালে কেলি পানিয়াগুয়াকে বিয়ে করেন। ব্রুক বার্নসের সঙ্গে তার এক কন্যা সন্তান রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, সিএনএন, ডেডলাইন.

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!