ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আসছে বৃষ্টি বলয়, ভারি বর্ষণের পূর্বাভাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৩:০৪ পিএম
ছবি -সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বুধবার (২৩ জুলাই) বিডব্লিউওটি এ তথ্য নিশ্চিত করে।

বিডব্লিউওটি জানায়, উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারছে না। অর্থাৎ, মেঘগুলো লঘুচাপের আশপাশে জমা হচ্ছে।

যার কারণে বর্তমানে মেঘের পরিমাণ অনেক কম এবং তীব্র রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ রাতে দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি আরও জানায়, লঘুচাপটি আগামী দুই-তিন দিনের মধ্যে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নিতে পারে। লঘুচাপের উত্তর দিকের অক্ষরেখা এবং দক্ষিণ চীন সাগর থেকে আসা একটি পালসের সম্মিলিত প্রভাবে আজ রাতেই দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে।