দেশে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ছত্তিশগড় ও আশপাশে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশালের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
রোববার (৭ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণ হতে পারে। দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতে অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৮ সেপ্টেম্বর)একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তবে এদিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন