শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:১১ পিএম

৭২ ঘণ্টার মধ্যে পানিতে ভাসতে পারে ৪ জেলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

আগামী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 শনিবার (১৩ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এ  তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে বলে হয়েছে, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।

এদিকে, ব্রহ্মপুত্র নদের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন তা বৃদ্ধি পেতে পারে। তবে এই সময়ে নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে, গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৪ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে, তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আপার আত্রাই, আপার করতোয়া, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাঙ্গন নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

এদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাদুকাটা, ভুগাই ও জিঞ্জিরাম নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং সোমেশ্বরী ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!