নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী (রিয়া গোপ) ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় (প্রায় ২৫ বছর বয়সী) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) ভোর ৬টার দিকে পথচারীদের খবরের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিল কালো গেঞ্জি ও কালো প্যান্ট। তার চোখ, গলা ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে, যা ইঙ্গিত করে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রিয়া গোপ স্টেডিয়ামের আশপাশে অন্তত ৮টি গানের ক্লাব রয়েছে, যেগুলোতে রাতভর উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে নারী-পুরুষের নৃত্য ও গান চলে। এসব ক্লাবের আশপাশে প্রতিনিয়তই ছিনতাই ও হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, স্টেডিয়ামের সামনের একটি ক্লাব থেকে মাত্র ৩০ গজ দূরে এই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তারা অভিযোগ করেন, এসব অপরাধ সম্পর্কে পুলিশ অবগত থাকলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক।
এসআই কামরুজ্জামান জানান, ‘ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে হত্যার কারণ উদঘাটন সহজ হবে।’
আপনার মতামত লিখুন :