ময়মনসিংহের গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নে গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৬ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বারুয়ামারী গ্রামের সুরুজ আলীর ছেলে আবুল কালাম এবং তার স্ত্রী বিউটি বেগম।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী মিন্টু বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকালে বিউটি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এক বস্তা গাঁজাসহ আবুল কালামকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই তোয়াবুল ইসলাম বলেন, ‘অভিযানে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুল কালামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি মহিদুল ইসলাম।’
আবুল কালামকে গ্রেপ্তারের পর এলাকাবাসী তার বাড়ির ছাদে আরও একটি বস্তায় গাঁজা দেখতে পান। বিষয়টি তারা গৌরীপুর সেনা ক্যাম্প ও থানাকে অবহিত করলে যৌথবাহিনীর সদস্যরা ওই বাড়িতে পুনরায় অভিযান চালিয়ে ছাদ থেকে আরও ২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং বিউটি বেগমকে গ্রেপ্তার করেন।
গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে এই দম্পতি গ্রেপ্তারের পরপরই বিক্ষুব্দ এলাকাবাসী তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
এ মিছিলে ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম চৌধুরী বলেন, মাদকের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিএনপি নেতা ইউসুফ আলী মিন্টু বলেন, ‘কালাম এর আগেও ৫-৭বার গ্রেপ্তার হয়েছে। ৩-৪ মাস জেল খেটে আবারও সেই মাদক ব্যাবসা শুরু করে।’
আপনার মতামত লিখুন :