ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

ইসরাইলি হামলা

ইরানে তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে: বাইডেন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে।

শুক্রবার (৪ অক্টোবর) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউজের সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? এর জবাবে বাইডেন বলেছেন, আমরা আলোচনা করছি।  

বাইডেনের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম পাঁচ শতাংশ বেড়ে যায়।

তবে বাইডেন বলেছেন, সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে আমি মনে করি।  আমরা তা এড়াতে পারব।  তবে আমরা ইসরায়েলকে সাহায্য করব।  কিন্তু আজই কিছু হচ্ছে না।