বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৪:১৯ পিএম

গোয়ায় যৌন হয়রানি

পশ্চিমবঙ্গের তরুণকে বাংলাদেশি বলে প্রচার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৪:১৯ পিএম

পশ্চিমবঙ্গের তরুণকে বাংলাদেশি বলে প্রচার

ছবি, সংগৃহীত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার সমুদ্র সৈকতে রাশিয়ার এক নারীর সান বাথের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে যৌন হয়রানির মুখোমুখি হয়েছেন ভ্লগার। এই ভ্লগার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হলেও দেশটির প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম ওই তরুণকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৮) ডিসেম্বর গোয়া পুলিশ ওই তরুণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

গোয়ার সমুদ্র সৈকতে রুশ তরুণীর সান বাথের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ওই তরুণ।

ভিডিওর সূত্র ধরে তার ইউটিউব চ্যানেলের একাধিক ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, ওই তরুণ পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকার বাসিন্দা। তার চ্যানেলের একাধিক ভিডিওতে সেটি নিশ্চিত হওয়া গেছে।

ইউটিউবে নিজের চ্যানেলে দেওয়া রুশ এক পর্যটকের সঙ্গে পরিচয় পর্বের সময় নিজেকে ভারতীয় বলে দাবি করেন ওই তরুণ। গত ২৮ অক্টোবর লাইভ স্টোরি ভ্লগ নামের নিজ চ্যানেলে দেওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওর শেষের দিকে ওই নারী পর্যটকের কাছে নিজের পরিচয় দেন তিনি।

এর আগে, গত ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দুত্ব নাইট নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই তরুণের বিরুদ্ধে গোয়ায় বিদেশি পর্যটককে যৌন হয়রানি করার অভিযোগ তোলা হয়। এক্সে তিনটি ছবি ও একটি ৪১ সেকেন্ডের ভিডিও পোস্ট করে হিন্দুত্ব নাইট। অভিযুক্ত তরুণকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করা হয়।

যদিও এক্সে পোস্ট করা ৪১ সেকেন্ডের ভিডিওটিতেও ওই তরুণ সৈকতে উপস্থিত দুই তরুণীর দিকে ক্যামেরা ঘুরিয়ে বলেন, তারা ‘‘আমাদের ইন্ডিয়ান।’’ ভিডিওর শুরুতে দেখা যায়, মিজান রাশিয়ান নামের ওই তরুণ সৈকতে সান বাথ করা এক তরুণীর ভিডিও ধারণ করছেন। তবে ভিডিও ধারণের সময় তরুণীর অনুমতি নেননি তিনি।

ভিডিওর ২০ সেকেন্ডের দিকে গিয়ে ওই তরুণ সৈকতের পানিতে নামা কয়েকজন নারীকে দেখিয়ে বলেন, ইংল্যান্ডের মেয়েরা গোসল করছে। এ সময় সেখানে দুই তরুণী এগিয়ে এসে সৈকতের দিকে যান। তখন মিজান রাশিয়ান নামের ওই তরুণ বলেন, এরা হচ্ছেন আমাদের দেশি, ইন্ডিয়ান।

অভিযুক্ত তরুণ একাধিক ভিডিওতে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করলেও দেশটির গণমাধ্যম তার পরিচয় বাংলাদেশি হিসেবে তুলে ধরেছে। ভ্লগার মিজান রাশিয়ানের ইউটিউব চ্যানেলে ওই ভিডিও পোস্ট করা হয়েছে গত অক্টোবরে। এছাড়া গোয়া সৈকতে ঘুরতে গিয়ে বিদেশি তরুণীদের সঙ্গে ধারণ করা আরও কয়েকটি ভিডিও সাত থেকে ৮ মাস আগেও ইউটিউবে প্রকাশ করেছেন মিজান রাশিয়ান।

হিন্দুত্ব নাইটের এক্স পোস্টে সাড়া দিয়ে গোয়া পুলিশ বলেছে, রাজ্যের সাইবার থানা পুলিশকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরবি/এস

Link copied!