অযোধ্যায় আবারও বাবরি মসজিদ তৈরি হবে। সেই মসজিদ স্থাপনের প্রথম ইট গাঁথবেন পাকিস্তানি সৈনিকরা। মসজিদের প্রথম আজানও দেবেন তারা। পাকিস্তান সংসদে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিনেটর পালওয়াশা মুহাম্মদ জাই খান।
গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। যুদ্ধের সব ধরনের প্রস্তুতিই নিয়েছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রই। এর মধ্যেই বিস্ফোরণ মন্তব্য করলেন পাকিস্তানি সিনেটর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তান সংসদের উচ্চকক্ষে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন পালওয়াশা। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পালওয়াশা বলছেন, ‘অযোধ্যার বাবরি মসজিদের প্রথম ইট স্থাপন করবেন পাকিস্তানি সৈনিকরা। আর সেই মসজিদে প্রথম আজান দেবেন স্বয়ং সেনাপ্রধান আসিম মুনির। আমরা মোটেও চুড়ি পরে বসে নেই।’
শুধু বাবরি মসজিদ নয়, ভারতীয় সেনা প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। পালওয়াশার বলেন, ‘ভারত যে পাকিস্তানকে এত হুমকি দিচ্ছে, ওদের জানিয়ে দিতে চাই, ভারতের শিখ সৈনিকরা মোটেও পাকিস্তানকে আক্রমণ করবে না। কারণ এটা তাদের কাছে গুরু নানকের দেশ।’
এর আগে, পাকিস্তানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, ‘সিন্ধু নদ আমাদের। আর আমাদেরই থাকবে। হয় এখান দিয়ে পানি বইবে, নয়তো ওদের (ভারতীয়দের) রক্ত।’

 
                            -20250501033444.webp) 
                                    -20250501015505.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন